খুলনায় পহেলা বৈশাখে ইলিশের দাম আকাশচুম্বী

শেখ ফেরদৌস রহমান ঃ আজ পহেলা বৈশাখ বাঙ্গালীর পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার উৎসব। তবে এই পহেলা বৈশাখ উপলক্ষে খুলনায় ইলিশের দাম আকাশচুম্বী হয়ে গেছে। গতকাল নগরীর বিভিন্ন বাজার চিত্রালী, দৌলতপুর, সন্ধ্যা বাজার নিউমার্কেট, এমনকি রূপসা মাছ বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। গেল সপ্তাহ খানেক আগে যেসব মাছ বিক্রি হয়েছে ১হাজার থেকে ১২শ টাকা গতকাল একই মাছ দুই হাজার টাকা থেকে ২২শ টাকা দরে বিক্রি হয়ে গেছে। মুলতঃ কতিপয় পাইকারি আর খুচরা ব্যবসায়িরা সিন্ডিকেট করে এমন দাম হাকাচ্ছে। তবে বেশ কয়েকজন খুচরা বিক্রেতা বলেন, পাইকারি বাজারে ইলিশ সরবরাহ নেই। আর ইলিশ সরবরাহ সংকটের কারণে এমনটি হয়েছে। পাশাপাশি নদীর মোহনায় ইলিশ মাছ ধরার নিষেধ থ্কাায় একটা প্রভাব পড়তে পারে। এছাড়া এই পহেলা বৈশাখ ঘিরে এমনিতে চাহিদার তুলনায় ইলিশ সরবারাহ কম হলেই দাম বাড়বে। এ বিষয়ে কথা হয় শিক্ষার্থী রিয়াদ হোসেন এর সাথে তিনি বলেন, আমরা একটা ছোট র্যালি করব পাশাপাশি বন্ধুরা মিলে পান্তা ভাত আর ইলিশ খাওয়ার উৎসব করব। তবে বাজারে এসে দেখলাম ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের ইলিশ মাছ দাম হাকাচ্ছে ১৮শ টাকা থেকে দুই হাজার টাকা প্রতি কেজি। এছাড়া বড় কেজির সাইজের মাছ ২৭শ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর ছোট জাটকা ৩শ থেকে ৪শ গ্রাম ওজনের মাছ যা গেল সপ্তাহ আগে ৫শ টাকা থেকে ৬শ টাকা দরে বিক্রি হতো এখন দাম হাকাচ্ছে ১ হাজার টাকা থেকে ১২ শ টাকা পর্যন্ত। একই কথা বলেন ক্রেতা মোঃ কামাল হোসেন তিনি বলেন, আমি জানি যে বাজারে মাছের দাম একটু বেশি যে কারণে দুপুরে রূপসা মাছের আড়তে এসেছি এখানে ও দেখছি দাম বেশি। মূলতঃ এরা সুযোগ বুঝে কোপ মারছে। সবাই মিলে একটা সিন্ডিকেট তৈরি করছে। অনেক সামর্থবানরা আছে যারা পকেট থেকে ১ হাজার টাকার মাছ দুই হাজার টাকায় কিনে নিচ্ছে। তবে আমাদের মত নি¤œ মধ্যবিত্তদের জন খুবই কষ্টকর বিষয়। এত দাম দিয়ে ইলিশ মাছ ক্রয় করা। এ বিষয়ে কথা হয় পাইকারী বিক্রেতা মোঃ জামাল হোসের সাথে তিনি বলেন, মোকামে মাছ খুব কম আসছে যে কারণে দাম সামান্য বাড়তী। পাশাপাশি পহেলা বৈশাখের সময় একটু ইলিশের কদর থাকে। এসময় চাহিদাও বেশি যে কারণে দাম একটু বেশি আগের তুলনায়।