স্থানীয় সংবাদ

সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টারঃ সাবেক হুইপ ও খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে এক কোটি ছয় লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসৎ উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ছয় লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ ঢাকার স্থাবর ও দুই কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট তিন কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে আয় পাওয়া যায় তিন কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া প্রায় এক কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। ব্যয় বাদে তার মোট সঞ্চয়ের পরিমাণ এক কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। সে হিসেবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ এক কোটি ছয় লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button