খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকসহ আটক ৪ : সাজা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে গাজাসহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে আরমান, রূপা, অজিত ও গফ্ফার। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে পৃথক মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদীপ কুমার সাহা। গতকাল মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দুপুরে হরিণটানা থানাধীন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমানের তত্ত্ববধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মো: ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো: ফরহাদ হোসেন বলেন, হরিণটানা থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাজাসহ আরমান, রূপা, অজিত ও গফ্ফার এর কাছ থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক পৃথক মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বার্হী ম্যাজিস্ট্রেট পদীপ কুমার সাহা। এর আগে ১৪ এপ্রিল ডুমুরিয়া উপজেলা শাহপুর এলাকা থেকে এক ভূয়া হোমিও চিকিৎসক লিটু গাজী নামে এক ব্যক্তিকে সোয়া ৫ লিটার আরএস স্পিড সহ আটক করা হয়। পরিদর্শক মো: ফরহাদ হোসেন বলেন গ্রেফতারকৃত লিটু গাজী একজন ভূযা হোমিও চিকিৎসক বলে প্রমানিত হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে বিভিন্ন সময়ে মাদক বিক্রেতাদের কাছে আরএস বিক্রি অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভ্রম্যমান আদালত পরিচালনা করে তাকে বিনামুল্যে ৮ মাসের কারাদ- প্রদান করেন। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদীপ কুমার সাহা।


