দল-মত নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই : তুহিন

# খালিশপুরে বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক। মঙ্গলবার (১৪ এপ্রিল) খালিশপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গোয়ালখালী বালুর মাঠে ১৪৩২ বাংলা বর্ষ আগমন উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতঅ বলেন। তুহিন আরো বলেন, পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে এই দিনটি- বাংলা বছরের প্রথম দিন। গ্রাম বাংলার মাঠঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট-ঘেরা বুকে এই দিনটিই যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন। এই পহেলা বৈশাখ কি শুধুই উৎসব? না, এটি আমাদের পরিচয়ের, আত্মমর্যাদার একটি বলিষ্ঠ ভাষ্য।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে গড়তে চাই।
আমাদের সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। পওে তিনি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন। থানা বিএনপির সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু সভাপতিত্বে ও হাবিবুর রহমান বিশ্বাস, জনাব বিপ্লবুর রহমান কুদ্দুস ও জনাব কাজী শামীমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাহিদুর হোসেন, কাজী ইকরাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম নুরু, শেখ বাচ্চু মিয়া প্রমূখ। এরআগের দিন সোমবার রাতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সোনাডাঙ্গা থানার হাজী ফয়েজ উদ্দিন মাঠে দড়াটানা প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগদান করেন এবং বিজয়ীদেও মাঝে পুরস্কার তিবরণ করেন।