স্থানীয় সংবাদ
যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ ওরফে ছোট্ট (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেবপ্রসাদ মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের অজিত দাসের পুত্র। জানা গেছে,চড়ক পূজার জন্য বাড়ির পাশের একটি খেজুর গাছে উঠে খেজুর পাড়ার সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানবশত খেজুর গাছ থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।