স্থানীয় সংবাদ

রূপসা ঘাটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা : জেলা পরিষদ বনাম বিআইডব্লিউটিএ!

রূপসা প্রতিনিধি: রূপসা ঘাট আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে! একদিকে টোলমুক্ত করার দাবি, অন্যদিকে মালিকানা নিয়ে দ্বন্দ্বÍজনগণের স্বার্থ যেন পড়ে আছে দ্বিধায়! গত ১৬ এপ্রিল জেলা পরিষদের ইজারাদার ঘাটে গেলে উপস্থিত হন বর্তমান ঘাট দখলে থাকা জনৈক আলী আকবর, যিনি নিজেকে বিআইডব্লিউটিএ-র ইজারাদার বলে দাবি করেন। শুরু হয় বিতর্ক, উত্তেজনা ছড়ালে শেষমেশ হস্তক্ষেপ করতে হয় নৌবাহিনীকে। নৌবাহিনী দৃঢ় বার্তা দিয়েছে।আইনশৃঙ্খলা বিঘ্ন হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। এই ঘাট শুধু মালিকদের বিষয় নাÍএটা এলাকার জনগণের নিত্যদিনের জীবনযাত্রার অংশ। রূপসা ঘাটের ভাগ্য আর যেন জটিলতায় না জড়ায়। প্রশাসনের উচিত দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্তে উপনীত হওয়াÍজনগণ আর অস্থিরতা চায় না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button