খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত : থানায় অভিযোগ

# প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ঃ খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুপুর একটার দিকে তিনি রুজভেল্ট জেটিস্থ ওয়াসা ভবন থেকে মোটরসাইকেলযোগে খালিশপুর চরের হাটের আঞ্চলিক অফিসে যাওয়ার সময় তার ওপর সন্ত্রাসী হামলা হয় বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তিনি কেএমপির খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে রূপসার আইচগাতি এলাকার মাহাতাব হোসেনের পুত্র ওয়াসার কর্মচারী মোঃ ইমাম হোসেন, নগরীর খালিশপুরস্থ দুর্বার সংঘ মোড় এলাকার মোঃ খাজা, নগরীর গোয়ালখালী জামাই পাড়া এলাকার বারিক সরদারের পুত্র ওয়াসার কর্মচারী সরদার সাইফুল ইসলাম ও রূপসা যুগীহাটি এলাকার কাজী দীন মোহাম্মদের পুত্র ওয়াসার কর্মচারী কাজী মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের নাম উল্লেখ করা হয়। হামলাকারী সন্ত্রাসীরা বুধবার দুপুর ১টার দিকে পরস্পর যোগসাজসে দেমীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ৭হাজার টাকা ছিনিয়ে নেয়।
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার অভিযোগ করেন, অফিসের একজন কর্মচারীর বদলিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দিয়ে তার উপর হামলা চালানো হয়েছে। অথচ বদলির এখতিয়ার কর্তৃপক্ষের। এবিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ত্রাসীরা এবিষয়ে মামলা করলে তাকে হত্যাসহ বড় ধরনের ক্ষতির হুমকী দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে সভাপতির পক্ষ থেকে গতরাত সাড়ে দশটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। কিন্তু সাধারণ সম্পাদক জিএম আব্দুল গফফার লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজন হলে মামলা রেকর্ড করা হবে। আজ সংবাদ সম্মেলন ঃ এদিকে, খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জোড়াগেটস্থ খুলনা ওয়াসা ভবনে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।