স্থানীয় সংবাদ

দোকানের মালামাল ক্রয়ের পর খুলনা থেকে নিখোঁজ শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী আনোয়ার

# ৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি এখনো
# শিরোমনি শহীদ মিনার চত্বরে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন আজ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি কেডিএ মার্কেটের ঘড়ি, চশমা, চার্জার লাইট ক্যালকুলেটর ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার ১৫এপ্রিল শিরোমনি ডাক্তারবাড়ী থেকে পরিবারের সদস্যদের এবং দোকানের মালামাল কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে খুলনা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সন্ধান চারদিনেও মেলেনী বলে পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সন্ধানে ১৯এপ্রিল শনিবার সকাল ১১টায় শিরোমনি বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে শিরোমনি বাজার শহীদ মিনার চত্বরে মানববন্ধনের আয়োজন করেছেন। নিখোঁজ আনোয়ারের ভাগ্নে শেখ আশিকুল ইসলাম জানায়, গত ১৫ এপ্রিল মামা মামী এবং ছোট ছেলেকে নিয়ে বিকালে শিরোমণি ডাক্তারবাড়ী এলাকার বাসা থেকে খুলনার উদ্দেশ্যে বের হয়। পরিবারের সদস্যদের কেনাকাটা শেষে সন্ধ্যায় স্ত্রীর ও সন্তানকে ডাকবাংলা থেকে সিএনজিতে তুলে দেন। বাসার উদ্দেশ্যে তুলে দেয়ার সময় মামা আনোয়ার হোসেন মামীকে বলেন দোকানের মালামাল কেনাকাটা শেষে বাসায় ফিরতে আমার রাত ৮টা থেকে ৯টা বাজবে। নিখোঁজ আনোয়ারের ভাগ্নে আরও জানায় পরিবারের সদস্যদের সিএনজিতে তুলে দিয়ে তিনি সংখো মার্কেট থেকে দোকানের কিছু মালামাল ক্রয় করে একটি দোকানে রেখে বের হন। পরবর্তীতে হাজী মালেক চেম্বারের পর থেকে তাকে আর দেখা যায়নি(যেটা সিসি টিভির ফুটেজ দেখে বলে)।রাত ৯টার পরও মামা বাসায় না ফেরায় মামি মামার সাথে মোবাইলে কল করে মামাকে আর ফোনে পাওয়া যায়নি । পরবর্তীতে গত ১৫ এপ্রিল রাত থেকে খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত মামার কোন সন্ধান মিলে নাই। নিখোঁজ আনোয়ার হোসেন শিরোমণি কেডিএ মার্কেটের ইলেকট্রনিক্স, ঘড়ি, চশমা, চার্জার লাইট ক্যালকুলেটর ব্যবসায়ী। এদিকে, চারদিন অতিবাহিত হলেও নিখোঁজ আনোয়ার হোসেনের সন্ধ্যার না মেলায় শিরোমণি কেডিএ মার্কেট এর ব্যবসায়ীদের উদ্যোগে সকালে ১১ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে মানববন্ধন করবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button