স্থানীয় সংবাদ

গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবীতে সড়ক ও জনপথ বিভাগীয় কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত

# বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর গল্লামারী ময়ুর নদের উপর নির্মাণাধীন স্থগিতকৃত ব্রিজের নির্মাণ কাজ দ্রুত চালুর দাবীতে গতকাল রবিবার সকাল ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে খুলনা সড়ক ও জনপথের বয়রা নূরনগরস্থ বিভাগীয় কার্যালয় পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে স্বত¯ফূর্ত ব্যাপক উপস্থিতি ও সহযোগিতায় কার্যালয়ের সম্মুখের সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকনের সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হোসেন তুহিন, পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, নিসচা’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, কেডিএস সভাপতি মোঃ আব্দুস সালাম শিমুল, কবি ও সাংবাদিক মোঃ আবু আসলাম বাবু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার মহাপরিচালক সাইফুর মিনা, উন্নয়ন ফোরামের মহাসচিব মোঃ আসিফ ইকবাল, বিএনপি সোনাডাঙ্গা থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, বিএনপি নেতা সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ হোসেন পরাগ, মোস্তফা কামাল, নাগরিক নেতা আব্দুল হালিম, এস এম দেলোয়ার হোসেন, খ ম শাহীন হোসেন, মানবাধিকার নেতা সৈয়দ বোরহান, অ্যাড. সুনীল চন্দ্র দাস, অনিমেশ কান্তি নন্দী, রতন কুমার সাহা, নীলকান্ত ঘোষ, কবি সাহিত্যিক আজাদুল হক আজাদ, সেলিম বড় মিয়া, সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, নাগরিক নেতা এম এ সবুর, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহসভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আব্দুস সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্ট, কাউসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ খায়রুল আলম, আব্দুল মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, লিটন মিত্র, সবুজুল ইসলাম সবুজ, মোঃ মামুন অর রশীদ, ডাঃ সৈয়দ আলী হাফিজ, মোঃ আইনুল হক, জি এম মঈন উদ্দীন, বনানী সুলতানা ঝুমু, লায়লা পারভীন, এস এম নাজমুল হাসান, শ্যামলী বিশ্বাস, তারেক রহমান, আবরারুল হক, ডাঃ মাহফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির কারণে গল্লামারী পুরাতন ব্রিজের সাথে অপরিকল্পিতভাবে আরও একটি নতুন ব্রিজ তৈরি করা হয়। পরবর্তীতে ব্রিজটি ভেঙ্গে ফেলে ঢাকার হাতির ঝিলের আদলে পাশাপাশি দু’টি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে ব্রিজ নির্মাণ কাজ শেষ করার শর্তে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৬৭ কোটি ৭৭ লক্ষ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তনের পর হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়, যা অদ্যাবধি আর চালু হয়নি। ফলে সর্বস্তরের জনগণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে একাধিকার আবেদন করা হয়। এছাড়াও খুলনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা সত্বে নির্মাণ কাজ চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বক্তারা ময়লাপোতা থেকে পাওয়ার হাউজ পর্যন্ত চারলেন রাস্তার করার দাবী জানান। এ সময় সড়ক ও জনপথের চীফ ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সংগঠনের নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং দ্রুত ব্রিজের কাজ আরম্ভের আশ্বাস দেন। অপরদিকে কর্মসূচি চলাকালে নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিটি মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বক্তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button