খুলনায় দিনদুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলা উপজেলার জামিরা পিপরাইল এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোঃ সুমন মোল্লা (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দাস পাড়া সংলগ্ন একটি কালভার্টের উপর এই ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত সুমন মোল্লাকে পিস্তল দিয়ে গুলি করেন একই এলাকার বাসিন্দা নাজিম গাজীর ছেলে মোঃ মমিন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি পিপরাইল গ্রামে। ঘটনার পরপরই হামলাকারী এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনার কারণ ও পটভূমি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফুলতলা ওসি মো: জিল্লাল হোসেন গুলি ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ কে বা কারা গুলি করেছে তা খোজ খবর নিয়ে জানাতে পারবো।