বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মল্লিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খবর বিজ্ঞপ্তি ঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ শরীফের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে দাফন সম্পন্ন করেছে খুলনা জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ। এর আগে গত ২৩ এপ্রিল বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল বৃহষ্পতিবার দুপুর পৌনে বারোটায় নগরীর খালিশপুর ৯ নং ওয়ার্ডের মুজগুন্নী উত্তর পাড়ার নেছারিয়া মাদ্রাসায় জানাজা শেষে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ শরীফ এর দাফন সম্পন্ন করা হয়। এ সময় খালিশপুর থানা কমান্ড এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, শেখ আনসার আলী,শেখ জয়নাল আবেদী ,আব্দুল মালেক, শেখ ওহিদুর রহমান, শেখ শহিদুল ইসলাম মোন্টু, শ্যামল বিশ্বাস, মোঃ কাজী মতিউর রহমান, ইঞ্জিনিয়ার পরিমল কুমার দাস,শ্যামল দাস, এম এ দাউদ, শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।