স্থানীয় সংবাদ

মোল্লাহাটে অপহৃত তিন শ্রীলংকান নাগরিক উদ্ধার ; আটক ৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিকে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। এরা হলেন মালবি পাথিরানা নিহাল আনন্দ, পাথিরানা টিকিরি কুমারীহামি,এবং থুপী মুদিয়ান্সেলগ নীল।
ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন।
মালবি পাথিরানা নিহাল আনান্দ তার লিখিত এক বক্তব্যে বলেন ঢাকায় আসার পর শহিদুল তাদের এক রাত হোটেলে থাকার ব্যবস্থা করেন। পরের দিন তাদেরকে শহিদুলের নিজ বাড়িতে নেয়ার কথা বলে তাদেরকে মাইক্রোবাসে তুলে ঢাকা থেকে মোল্লাহাট নিয়ে আসে।
পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তাদের পরিবার সে দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানালে এ নিয়ে কাজ শুরু করে গোয়েন্দা সংস্থা।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ আম্বারি গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪),সেরাত কাজীর ছেলে কাজী এমদাদুল হোসেন (৫২) একই উপজেলার মৃত এস এম শাহাবুদ্দিনের ছেলে এসএম শামসুল আলম (৪৫) এবং গোপালগঞ্জ জেলার সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮)।
আটককৃতদের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায় আইনগত প্রক্রিয়া শেষ করে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button