ইমাম পরিষদের সভায় সংসদ ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার সকাল সাড়ে ৬টায় খুলনা নগরীর ডাকবাংলা জামে মসজিদে মাওলানা মোঃ সালেহ সাহেবের সভাপতিত্বে ও মাওলানা গোলাম কিবরিয়া সাহেবের সঞ্চালনায় খুলনা ইমাম পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সংসদ সংস্কার কমিশন ও নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে বহুত্ববাদের মত শিরক রয়েছে যা মুসলমানদের ঈমান আকিদার সাথে সাংঘর্ষিক এবং নারী কমিশনের সুপারিশে সম্পত্তি বন্টনে নারী ও পুরুষ এর সমান অধিকারের কথা বলা হয়েছে যা সম্পূর্ণ কুরআন সুন্নাহ বিরোধী। খুলনা জেলা ইমাম পরিষদ এই কুরআন সুন্নাহ বিরোধী সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে এই ধরণের সুপারিশ বাতিল করার দাবি জানিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ।আর যেন কুরআন সুন্নাহ বিরোধী কোন সুপারিশ না হয় এজন্য সকল সংস্কার কমিশনে দেশের ইসলামিক স্কলারগণকে সংযুক্ত করার দাবি জানিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। সভায় উপস্থিত ছিলেন মাওলানা রহমতুল্লাহ,,মাওলানা মুশতাক আহমাদ,অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুসসউদ,মুফতী গোলামুর রহমান,,মুফতী জিহাদুল ইসলাম,,মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা ওজিহুর রহমান প্রমূখ।