দৌলতপুরে জীবননাশের হুমকিতে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর থানাধীন দেয়ানা দক্ষিণপাড়া ইদ্রিস বন্দ ও তার পরিবারকে জীবননাশের হুমকি ও ভয়-ভীতি প্রদান করায় খুলনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ক অঞ্চলে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী ও মামলার নথিতে জানা যায়, ১৬ এপ্রিল বুধবার বিকালে দেয়ানা দক্ষিণপাড়া মোস্তফা মোল্লা ও তার ছেলে ৪নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মিরাজ মোল্লাসহ অজ্ঞাত ৪/৫ জন মামলার বাদী ভুক্তভোগীর বাড়ির উঠানে গিয়ে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে চলে আসে। ভুক্তভোগী এজাহারে উল্লেখ করেন, বিবাদীগণ সন্ত্রাসী প্রকৃতির ভূমিদস্যু,মস্তান প্রকৃতির মানুষ। ভুক্তভোগী ইদ্রিস বন্দর পরিবারের সহিত দীর্ঘদিন ধরিয়া জমি জমা সংক্রান্ত বিষয় লইয়া বিরত শত্রুতা করিয়া আসিতেছে। বিবাদীগণ অজ্ঞাত নামা ব্যক্তি লাঠি সোটা,লোহার রড ও সাফলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির সামনে উঠানে আসিয়া পরিবারের লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন এবং বলে আর রক্ষা পাবি না তোদেরকে জীবনে মেরে ফেলবো। বাদীর আত্মচিৎকারে পাশে থাকা লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এর প্রতিকার চেয়ে প্রশাসনের নিকট যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।