স্থানীয় সংবাদ

কোলাবরেটিভ ও মাল্টিডিসিপ্লিনারি রিসার্চে অধিক গুরুত্ব দিতে হবে : উপাচার্য

# খুবিতে ‘ফান্ডামেন্টাল্স অব রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ #

স্টাফ রিপোর্টার : খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে ‘ফান্ডামেন্টাল্স অব রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। বেলা পৌনে ১২ টায় ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, পদ্ধতি নির্ধারণের মাধ্যমে গবেষণাকর্ম অগ্রগতির পথে অনেকটাই এগিয়ে যায়। ফলপ্রসূ ও কার্যকর গবেষণার জন্য উন্নত প্রযুক্তি ও আধুনিক গবেষণা পদ্ধতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গবেষণার জন্য অর্থ বরাদ্দও বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট পর্যায় থেকেই গবেষণামুখী হয়ে ওঠে, যার ফলে পরবর্তীতে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য তাদের প্রস্তুতি সহজ হয়। কোলাবরেটিভ ও মাল্টিডিসিপ্লিনারি গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, উন্নত বিশ্বের দেশসমূহ বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে গবেষণাকে এগিয়ে নিচ্ছে। আমাদেরও কোলাবরেটিভ এবং মাল্টিডিসিপ্লিনারি গবেষণার ওপর অধিক গুরুত্ব প্রদান করতে হবে এবং একাধিক গবেষণা দল গঠনের মাধ্যমে গবেষণার কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, যাতে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়। উপাচার্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য ইউআরপি ডিসিপ্লিন এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশিক্ষণ যেন ফিডব্যাকনির্ভর ও বহুমুখী হয় এবং শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের যুগ্ম সচিব ড. সাদিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আহসানুল কবির ও প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম।ম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ জামান। এ প্রশিক্ষণে ইউআরপি ডিসিপ্লিনের সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button