স্থানীয় সংবাদ
খালিশপুরে বিএসটিআই’র অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার খালিশপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকায় আয়রা পিওর ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠান সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদন ও বাজারজাত করে। কিন্তু মিথ্যা তথ্য দেয়ায় উক্ত প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস’র নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার( সিএম) মোঃ আব্দুল মান্নান উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।