স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক আয়োজিত “ভোক্তা-অধিকার শক্তিশালীকরণ” শীর্ষক আলোচনা সভা সোমবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরী ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারী, বেসরকারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, বিভিন্ন জেলা থেকে আগত ক্যাব নেতৃবৃন্দ, ক্যাব-খুলনা-এর সদস্যবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সভায় সঞ্চালনা করেন, ক্যাব-খুলনার সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। বক্তারা বলেন, ক্যাব ভোক্তা-অধিকার টিম এর সাথে নিয়মিত বাজার তদারকির কাজ করছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযোগকারীর সংখ্যা এখনও সীমিত। অভিযোগ না করার অন্যতম কারণ হলো বিচার প্রক্রিয়ার দীর্ঘতা, আস্তার ঘাটতি এবং পুনঃ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুপস্থিতি। দুঃখজনকভাবে, বাজারে মানহীন ও ভেজাল পণ্যের প্রাধান্য দিনদিন বাড়ছে। খাদ্যপণ্য থেকে শুরু করে ঔষধ ও প্রসাধনী সামগ্রী পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ভেজালের ভয়াবহতা আমাদের হতবাক করে তোলে। এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব পরিস্থিতি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভোক্তা যেন নিজ অধিকার সম্পর্কে সচেতন হন, সে লক্ষ্যে গণমাধ্যম, সেমিনার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি, ভোক্তার আচরণ ও চাহিদা নিয়ে নিয়মিত গবেষণা কার্যক্রম গ্রহণ জরুরী। ২০০৯ সালে প্রণীত “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন” কার্যকর হওয়ার পর কিছুটা পরিবর্তন দেখা গেলেও, তা এখনও সর্বব্যাপী নয়। তবে আমরা আশাবাদী, রাষ্ট্রীয় সং¯’াসমূহের সহযোগীতায় এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্যাব ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। সভায় বক্তাব্য প্রদান করেন, মোঃ মোখলেছুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, সৈয়দ বোরহান, সহ-সভাপতি খুলনা বাজার ব্যবসায়ী সমিতি, কাজী হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, ক্যাব, নড়াইল, সৈয়দ রবিউল আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, পারভীন আক্তার, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা ক্যাব, এস.এম. সোহরাব, মহাসচিব, পোল্ট্রি ফিড শিল্প মালিক সমিতি, সাংবাদিক শামিম আশরাফ শেলী, খলিলুর রহমান সুমন, হাসান হিমালয়সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, এখন সময় এসেছে সবাইকে ঘুরে দাড়ানোর। সবাই যদি এক সাথে কাঁধেকাধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে সমাজে এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভবপর হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button