দেড় যুগ পর সাজ সাজ রব ও নেতা- কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ঃ দিঘলিয়া উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর আজ ৩০ এপ্রিল দিঘলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইতোমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। সবার মূখে শুধু একটাই জিজ্ঞাসা কে বসবে আগামীদিনের দিঘলিয়া ইউনিয়ন বিএনপির চালকের আসনে। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য দিঘলিয়া ইউনিয়ন বিএনপি সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ হাফিজুর রহমান এ সন্মেলনে সভাপতিত্ব করবেন এবং এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু।
সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ভোটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে সভাপতি, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হবে।
ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থক এবং কাউন্সিলর মিলে ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। মূল দু’টি পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এদের মধ্যে সভাপতি পদে জাসেদ কবির জুয়েল দোয়াত কলম প্রতীকে এবং মোহাম্মদ আলী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন নিপু প্রতীক তালা চাবি ও দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক খান মিজানুর রহমান বাবু মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।