স্থানীয় সংবাদ

আওয়ামী আমলের সন্ত্রাসী খোলশ পাল্টিয়ে বিএনপি বনে যাওয়া সবুজ মোল্যা গ্রেফতার

মোল্লা রাসেল, কালিয়া ( নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির সহযোগী, ১৩ টি মামলার এজাহাভূক্ত আসামী ও আওয়ামী লীগ নেতা সবুজ মোল্যাকে (৪৫) আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ৩০ (এপ্রিল) ভোর রাতে উপজেলার চাঁচুড়ি বাজার সংলগ্ন পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মোল্যা ওই গ্রামের ফসিয়ার রহমান মোল্যার ছেলে ও এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী। যৌথবাহিনী সূত্রে জানা গেছে ,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল বুধবার (৩০ এপ্রিল) রাত ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সবুজ মোল্যাকে আটক করে।
যৌথবাহিনী তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে ,গ্রেফতারকৃত সন্ত্রাসী বিভিন্ন সময়ে অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শণ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সবুজ মোল্যা আওয়ামীলীগ এর এমপি মুক্তি’র ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতারকৃত সবুজ মোল্যা রাতারাতি ভোল পাল্টিয়ে বিএনপি নেতা বনে যায়। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ দারা খান জানান, সবুজ মোল্যা ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশী হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button