স্থানীয় সংবাদ

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার

আবু হানিফ, শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি ঃ পূর্ব সুন্দরবের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা হরিণ শিকারের বিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ ও একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে হরিণ শিকারের এসব সরঞ্জাম উদ্ধার করেন। জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণ শিকারীদের অবস্থান সনাক্ত করেন। পরে বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পারে সুন্দরবনে অভিযানে গেলে শিকারীরা টের পেয়ে নৌকা ফেলে গহীন বনে পালিয়ে যায়। এসময় নৌকাটি জব্দ করে তল্লাশী চালিয়ে ছয়টি বস্তায় ভর্তি নিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ, ১০ মণ বরফসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শিকারী দল গভীর রাতে বনে ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিলো। নৌকায় পাঁচজন শিকারী ছিলো বলে ধার করা হয়। পালিয়ে যাওয়া শিকারীদের আটকে রাতে মাঝের চর ও সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button