স্থানীয় সংবাদ

নগরীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া আ’লীগ নেতা ইউপি সদস্য রাজা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে আন্দোলন কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিরোমনিতে ছাত্র জনতার বিপক্ষে মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামীলীগ নেতা ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির ডিবি ওসি তৈমুর আলম। তিনি বলেন রবিবার দুপুরে তাকে খুলনা সার্কিট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। খুলনার জিরো পয়েন্ট এলাকায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে, ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের মধ্যে রাজা ছিলো সেটা শনাক্ত করা হয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির ওসি তৈমুর আলম। মামলার এজাহারে বলা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। উল্লেখ্য বর্তমানে জেলহাজতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এর কাছের লোক পরিচয়ে ইউপি সদস্য রাজা আওয়ামীলীগ সরকারের সময় একক আধিপত্য বিস্তার করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button