স্থানীয় সংবাদ

নগরীর ধর্মসভা রোডে ঝুঁকিপূর্ণভবনের মানব মল ড্রেনে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড় এলাকায় মানব মল সরাসরি ড্রেনে ফেলে পরিবেশ নস্ট করার অভিযোগ উঠেছে। একই সাথে ওই বাড়িটি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হলেও উপড়ের দিকে বৃদ্ধি করা হচ্ছে। এ সংক্রান্ত ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান বাবু কেডিএ’র চেয়ারম্যান, কেসিসির প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দাখিল করেছেন। গত ২৮ এপ্রিল কেডিএ’র চেয়াম্যানের নিকট দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, “আমি মোঃ মিজানুর রহমান বাবু দীর্ঘদিন যাবৎ সরকারি সকল নীতিমালা মেনে নগরীর ৯নং ধর্মসভা ক্রস রোডের সম্পত্তি ভোগ দখলে আছেন। আমার পার্শ্ববর্তী লীজ গ্রহীতা ৫নং হোল্ডিং এর বাসিন্দা সরকারি নিয়মনীতি বর্হিভূত অর্থাৎ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম বর্হিভূত ভাবে পুরাতন দোতলা ভবনের উপর সম্পূর্ণ অবৈধভাবে বাড়তি স্থাপনা নির্মাণ করেছে। সারা পৃথিবী যখন ভূ-কম্পনের আতঙ্ক বিদ্যমান, হাজারো মানুষের চলাফেরা এই ব্যস্ততম সড়কে। তাই সামান্য কম্পন অনুভূত হলেই সাধারণ মানুষ ফিরে পাবে না স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। উল্লেখ্য যে, ভবনটি কেসিসি-এর পরিত্যাক্ত ও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। তথাপিও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ঝুঁকিপূর্ণ দোতলা ভবনের বাড়তি অংশ প্রায় এক বছর পূর্বে ইমারত নীতিমালা অগ্রাহ্য করে সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করেছে। যা অসংখ্য জীবনাশের হুমকী স্বরূপ।” এছাড়া কেসিসির প্রশাসকের নিকট দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, “আমার পার্শ্ববর্তী সুমন গংরা দীর্ঘ দিন যাবৎ কেসিসির উন্মুক্ত ড্রেনে সরাসরি মানব মল ফেলে পরিবেশ নস্ট করছে। যা স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাদের একাধিকবার নিষেধ করার পরও কোন আমলে নেয়নি।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button