স্থানীয় সংবাদ

খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বরে ছিচকে চোরের উপদ্রব

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশেষায়িত হাসপাতালে প্রতিদিন কিছু না কিছু চুরি হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগসহ আশেপাশে ছিচকে চোর যখন যা পাচ্ছে সুযোগ বুঝে নিয়ে যাচ্ছে। এতে বেকায়দায় পড়েছে হাসপাতাল প্রশাসন। এমনকি হাসপাতালে চত্বরে সিসি, টিভি ক্যামেরা নষ্ট করে অকেজো করে চোরচক্র চুরি কাজ চালিযে যাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটি ওয়ার্ডমাস্টার কালিদাস রাহা বলেন, পরিচালক স্যার রোগীদের ও হাসপাতাল নিরাপত্তার জন্য হাসপাতালটিতে সিসি টিভি ক্যামেরার আওতায এনেছে। তারপর ও চোর বিভিন্ন কৌসলে চুরি করে যাচ্ছে। গেল কয়েকদিন আগে আবাসিক ভবন থেকে চোরেরা পিছন তেকে দেয়াল টপকে এসিসহ বিভিন্ন বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। এছাড়া জেনারেটর রুম থেকে থাই গ্লাস নিয়ে গেছে। গেল বুধবার হাসপাতালটি উত্তর পাশের নেভিগেটের যে প্রবেশ ফটক সেখান থেকে বড় গ্রিল নিয়ে গেছে। এছাড়া চোরেরা আগের থেকে বেশ কয়েকটি সিসি টিভি ক্যামেরা নষ্ট ও ভেঙ্গে ফেলে। যে কারণে তাদেরকে সনাক্ত করা যাইনি। এ বিষয়ে রোগী আমেনা বেগম বলেন, আমার আত্মীয়র মোটরসাইকেল নিয়ে গেছে চোর। ক্যামেরায় চোর সনাক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় চোরচক্র রোগী সেজে হাসপাতালে সেবা প্রত্যাশিত রোগীদের মানিব্যাগ মোবাইল নিয়ে চম্পট দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, হাসপাতালটিতে হঠাৎ ছিচকে চোরের উপদ্রব বেড়েছে। সিসি টিভি ক্যামেরা নষ্ট করে এসব করছে। আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিব। আমাদের হাসপাতালে আগের তুলনায় জনবল অনেক কম। আনসার সদস্যরা শিফট অনুযায়ী ডিউটি করছে। এছাড়া অধিকাংশ চুরি হয় বন্ধের দিন। এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্য মোঃ রফিক বলেন, আমরা খুলনা বিশষায়িত হাসপাতাল থেকে চুরি অভিযোগে কোন লিখিত অভিযোগ পাইন। এছাড়া আমরা নিয়মিত টহল দিচ্ছি। সিভিল টিম সহ মোইল টিম নজরদারি করছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button