স্থানীয় সংবাদ

যশোরে আওয়ামলীগের চার নেতাকর্মী আটক

যশোর ব্যুরো ঃ
যশোরে নাশকতা মামলায় আওয়ামলীগের চার নেতার্কমীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন, চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামলীদের সাধারণ সম্পাদক মাকাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কয়রাপাড়া গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে বজলুর রহমান, যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন ও যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ঘুরুলিয়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম লাল্টু। ডিবি পুলিশের সহযোগিতায় শুক্রবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামলীগের সরকারের আমলে তারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেরাতেন। এছাড়া সরকার পতনের পরও তারা শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমাজে অস্থিরতার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গত বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার কানাইতলা গ্রামে আওয়ামলীগের নেতাকর্মীরা নাশকতা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পাওয়া যাওয়ায় তাদেরকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button