স্থানীয় সংবাদ

হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত। বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, হাবিবুর রহমান এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট দেবহাটার খলিশাখালী এলাকায় ১৩২৮ বিঘার একটি মহিষের ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানে ১৫টি হাতবোমা, ৫টি দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্থানীয় জমির মালিকদের পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়। আইনজীবী আরও জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নি¤œ আদালতে হাজির হয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হত্যার মাধ্যমে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি, যেন অভিযুক্তকে জেল হাজতে রাখা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button