ভৈরব নদীর এ্যাজাক্স জুট মিল ঘাট সংলগ্নে অজ্ঞাতনামা পুরুষের (৩৮) ভাসমান লাশ উদ্ধার

# লাশের শরীরে পচন না ধরায় এলাকাবাসীর ধারণা
ভোরে কোন এক সময় হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে নদীতে
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিল ঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা(৩৮) পুরুষের লাশ উদ্ধার। গতকাল ১০ মে শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পায় খানজাহান আলী থানা পুলিশ। বিষয়টি নৌ পুলিশকে অবহিত করলে খানজাহান আলী থানা পুলিশের সহযোগিতায় নদীতে ভাসমান অবস্থায় নৌ পুলিশের এসআই মহিদুল হক সঙ্গীও ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে। নদী থেকে তুলে প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার বিকালে কয়েকজন ব্যক্তি ভৈরব নদীর এ্যাজাক্স জুট মিল ঘাট সংলগ্ন এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় তারা নদীতে একটি লাশ দেখে খানজাহান আলী থানা পুলিশকে খবর দেন। খানজাহান আলী থানা পুলিশ বিষয়টি নৌ পুলিশকে অবহিত করলে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসীর বলছে লাশের শরীরে পচন না ধরায় ধারণা করছে ভোর রাতের কোন এক সময় তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হতে পারে। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন নৌ পুলিশ স্টেশনের ওসি মোহাম্মদ বাবুল আক্তার বলেন, বেলা পৌনে চারটার দিকে খানজাহান আলী থানা পুলিশের কাছ থেকে খবর আসে মীরেরডাঙ্গার এ্যাজাক্স জুটমিলের ঘাটে ভৈরব নদীতে ৩০/৪০ বছর বয়সী অজ্ঞাতনামা মৃতদেহ ভাসছে। খবর পেয়ে নৌ পুলিশের একজন অফিসারের নেতৃত্বে ফোর্স পাঠায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় সনাক্ত করা যায় নাই


