স্থানীয় সংবাদ

খুলনার সরকারী হাসপাতালগুলোতে নেই রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক

# হাজার হাজার টাকা খরচ কওে মানুষকে সেবা নিতে বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে

শেখ ফেরদৌস রহমান ঃ খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালসহ ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনও রক্ত রোগ (হেমাটলজিস্ট) চিকিৎসক বিশেষজ্ঞ নেই। এতে করে গরীব অসহায় রোগীরা বেসরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা সেবা নিচ্ছে। এ বিষয়ে নগরীর দৌলতপুর এলাকার বাসিন্দা মোঃ হোসেন বলেন, আমার বাবার শরীরে ইনফেকশন ও রক্ত হিমোগ্লবিন কমে যাচ্ছিল। খুলনা বিশেষায়িত হাসপাতালে একজন মেডিসিন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি আমাকে একজন হেমোটলিজস্ট চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দেন। এরপর আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খোঁজ নিয়ে জানতে পারি হাসপাতালটিতে এই রোগের কোন চিকিৎসক নেই। হাসপাতালটির একজন দালাল এর মাধ্যমে জানতে পারি যে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সপ্তাহে একবার করে দুইজন চিকিৎসক আসেন । তবে তাদের ফি বেশি। একই অভিযোগ করেন শিশু শেখ ফারিস এর আম্মা তিনি বলেন, আমার ছেলেটির হঠাৎ খাওয়া দাওয়া কমে গেছে তার মাত্র তেরমাস বয়স ওজন কমছিল। আমি তখন খুলনা শিশু হাসপাতালে গেলে চিকিৎসক আমাকে সিবিসিসহ বেশ কয়েকটি পরীক্ষা করতে বলে। আমি পরীক্ষা করার পর জানতে পারি তার শরীরে রক্ত হেমোগ্লবিন কম। তখন চিকিৎসক আমাকে পরামর্শ করেন আপনি হেমোটলজিস্ট কোন চিকিৎসক এর সরাপন্ন হন। তবে সরকারী কোন হাসপাতালে আমি এই রোগের কোন চিকিৎসক এর সন্ধান পাইনি। এরপর আমি খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাই সেখানে শিশু হেমাটোলজিস্ট চিকিৎসক এস,এম, জাবেদ মাহমাুদ এর কাছে। এখন তার দেয়া চিকিৎসা নিচ্ছি। শুধু আমি একা এরকম ভুক্তভোগী না আমার মত আরও অনেকে আছে। এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, মানবদেহের শরীরে বিভিন্ন কারণে রক্ত কম উৎপাদন হতে পারে ইনফেকশনসহ বিভিন্ন কারণ আছে যে কারণে শরীরে হিমোগ্লোবিন কম থাকেেত পারে। তবে আমাদের খুলনা বিশেষায়িত হাসপাতালে হোমোটোলজিস্ট বিভাগ নেই। আর যদি বিভাগ না থাকে তাহলে চিকিৎসক কিভাবে থাকবে। এমনিতে আমাদের হাসপাতালে জায়গা কম। এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুহসিন আলী ফারাজী বলেন, আমার এই হাসপাতালে কোন হেমোটোলজিস্ট চিকিৎসক নেই। আমরা প্রতিমাসে মন্ত্রনালয়ে চিঠি দিচ্ছি তবে, এখনও পর্যন্ত কোন চিকিৎসক দেয়নি। আমাদের চেষ্টার কোন কমতি নেই। এ বিষয়ে স্বাস্থ্য বিভিাগ খুলনা এর পরিচালক ডাঃ মঞ্জুরুল মুরশীদ বলেন, খুলনা কোন সরকারী প্রতিষ্ঠানে রক্ত রোগ বিশেষজ্ঞ কোন চিকিৎসক নেই। তবে যশোরে একজন আছে। আমি দেখছি মন্ত্রনালয়ে কথা বলছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button