স্থানীয় সংবাদ

কৃষকের মুখে হাসি ফোটানোর উদ্যোগ মোরেলগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

এইচ,এম, শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টায় উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদ আলী জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬৭০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মণ ১,৪৪০ টাকায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে। প্র্রতি কার্ডধারী কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই ধান সংগ্রহ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button