যশোরে ফেসবুকের মাধ্যমে পরিচয় বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

# ধর্ষক গ্রেফতার #
যশোর ব্যুরো ঃ ফেসবুকের মাধ্যমে পরিচয়ের এক পর্যায় মোবাইল নাম্বার নিয়ে প্রায় হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারে ফোন করে প্রথমে প্রেমের ও কু-প্রস্তাব এবং পরে বিয়ের প্রলোভন দিয়ে কৌশলে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১৩ মে রাতে মামলাটি করেন ধর্ষিতা যুবতী (২৩)। পুলিশ ধর্ষক শেখ এহসান আহমেদ ফয়সাল (২৫)কে গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার শেখ শামীম আহমেদ এর ছেলে। মামলায় ধর্ষিতা নারী উল্লেখ করেন, বিগত ৮মাস পূর্বে শেখ এহসান আহমেদ ফয়সাল এর সাথে বাদির ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায় কৌশলে উক্ত যুবক বাদির কাছ থেকে তার মোবাইল নাম্বর নেয়।তারপর থেকে উক্ত যুবক মধ্যে বাদির মোবাইল নাম্বারসহ তার হোয়াটস অ্যাপে কল দিতো। কিছুদিন পর যুবক বাদিকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দেয়। যুবকের কথায় রাজী না হওয়ায় বাদিকে বিয়ের প্রলোভন দিতে থাকে। বাদিকে বিয়ের প্রলোভন দিয়ে প্রায়ই সময় বাদিকে কল কথা বলে। সেই সুবাদে উক্ত যুবকের সাথে বাদির গভীর সম্পর্ক তৈরি হয় এবং উক্ত যুবক বাদিকে নিয়ে পটুয়াখালী কুয়াকাটা ঘুরতে নিয়ে যাবে বলে জানায়। গত বছরের ২৯ নভেম্বর রাত অনুমান ৮ টার সময় যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে পরিবহনে করে বাদিকে পটুয়াখালী কুয়াকাটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। সেখানে কূয়াকাটার একটি হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রীযাপন করে এবং হোটেলে নিয়ে যেয়ে বাদিকে বিয়ের প্রলোভন দিয়ে উক্ত হোটেলে তিন রাত বাদিকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। কিছুদিন পরে বাদি আসামীকে বিয়ের কথা বললে উক্ত যুবক বাদিকে বিয়ে করবে বলে জানায়। এরপর থেকে বাদি আসামীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ১২ মে বিকাল ৩ টায় উক্ত যুবক বাদিকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। তখন বাদি উক্ত যুবককে জানায় যে,বাড়িতে কাজ আছে,আজ যেতে পারবেনা।তখন উক্ত যুবক বাদিকে বলে তাহলে আগামীকাল আসতে। উক্ত যুবক বাদিকে পূর্বের ন্যায় বিয়ের প্রলোভন দিয়ে দেখা করতে বললে বাদি সরল বিশ^াসে উক্ত যুবকের কথায় রাজী হয়ে গত ১৩ মে সকাল ১০ টায় বাদি উক্ত যুবকের সাথে জেস গার্ডেনে দেখা করে। সেখানে কিছু সময় অবস্থান করার পরে উক্ত যুবক বাদিকে বিয়ের প্রলোভন দিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলিয়ে দিবে বলে বাদিকে তার বাসায় নিয়ে যায়। ১৩ মে দুপুর অনুমান বাদি ১ টায় উক্ত যুবকের বাড়ি শহরের শংকরপুর চোপদারপাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দোতলা বিশিষ্ট ভবনের নীচতলার একটি কক্ষে উক্ত যুবক বাদিকে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে বাদির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক একাধিকবার ধর্ষন করে। তখন বাদি উক্ত যুবককে বিয়ের কথা বললে বাদিকে বিয়ে করবে না বলে খুন জখমের হুমকী প্রদান করে। এক পর্যায় বাদিকে এলোপাতাড়ীভাবে কিল-ঘুষি মেরে বাদির মুখের ঠোটের উপর অংশে ফোলা জখম করে। বাদি প্রাণে বাঁচার জন্য উক্ত যুবকের ঘর থেকে দৌড়ে পালিয়ে আসে। তাৎক্ষনিক ঘটনার বিষয়টি বাদি তার নিকট আত্মীয় স্বজনদের জানিয়ে থানায় আসে। থানায় এসে ঘটনার বিস্তারিত জানালে থানা পুলিশের সহায়তায় উক্ত যুবককে মনিহার সিনেমা হলের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে। ১৪ মে বুধবার দুপুরে ধর্ষক যুবক শেখ এহসান আহমেদ ফয়সালকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।#