স্থানীয় সংবাদ

খুলনায় ঘুমের ট্যাবলেট খাইয়ে নয় বছরের শিশুকে ধর্ষণ : জনতার হাতে ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নতুন বাজার এলাকায় ঘুমের ট্যাবলেট খাইয়ে নয় বছরের শিশুকে ধর্ষণ করে ড্রামের ভেতর আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।এসময় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ১৪ মে বুধবার সন্ধ্যা ৭ টায় খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ধর্ষক মামুন ব্যাপারী (২০) পিতা-মোঃ আল আমীন ব্যাপারী (পালক পিতা চাচা মাসুম ব্যাপারী) নতুন বাজার বেড়ীবাধ মোশারেফ হোসেন গলির বাসিন্দা। সন্ধ্যায় ধর্ষিতা শিশুটিকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ধর্ষন করে অভিযুক্ত মামুন। একপর‌্যায়ে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তপাত শুরু হলে একটি ড্রামে আটকে রেখে পালিয়ে যায় যুবক।পরবর্তীতে শিশুটির হালকা জ্ঞান ফিরলে চিৎকার শুরু করে। এসময় ড্রাম থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান আসামী এবং ভিকটিম মামাতো ফুফাতো ভাইবোন। উভয়ের একই গলিতে বাসা। ঘটনার সময় ভিকটিম আসামীর বাসার ভিতর গেলে আসামী মামুন ভিকটিম সোনালী কে দিয়ে বাহির এর দোকান থেকে দুধ চা ও রুটি আনায়। একই ঘরের ভিতরে অবস্থান কালে ভিকটিমের মা আয়েশা ঘটনাস্থলে প্রবেশ করে আসামীকে অসিামাজিক কাজে লিপ্ত দেখে আসামীকে আটক করে এবং পুলিশের নিকট সোপর্দ করে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ধর্ষক মামুনের বাবা আলামিন ওরফে রাঙ্গা আলামিন মাদকসহ একাধিক মামলার আসামী। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দসহ কিছু লোক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button