স্থানীয় সংবাদ

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য

# খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৩টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাল্টি-পারপাস রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বক্তব্যের শুরুতে উপ-উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন চালুর শুরুর দিনগুলো, ডিসিপ্লিনের ধাপে ধাপে বিকাশ এবং শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের গুরুত্বপূর্ণ সময়। এখান থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা পরবর্তী জীবনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতাও একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ সালাহউদ্দিন মিনা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ সোহেল পারভেজ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২০ ব্যাচের মোঃ মিজানুর রহমান ও ’২৪ ব্যাচের তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২১ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হক ও ’২৩ ব্যাচের শিক্ষার্থী ফারজানা মাহিন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরআগে বেলা ১১টায় নবীনবরণ উপলক্ষ্যে ৩নং একাডেমিক ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button