ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষে খুলনায় বিসিডিএস জেলা শাখার মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির আহবানে সারা বাংলাদেশ একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে ২২মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা নগরীর ক্লে রোডস্থ হেরাজ মার্কেটের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা জেলা শাখা। মানববন্ধনে বক্তারা চারটি বিষয়ে দাবি জানান, আর তা হলো সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন ও এমআরপি বাস্তবায়ন করা, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। এসময় বক্তারা অবিলম্বে তাদের এই চারটি দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কেন্দ্রের সাথে একাত্মতা প্রকাশ করে কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন। বিসিডিএস খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আলহাজ্ব ইনামুল হক, নাজমুস সাকিব পিন্টু, বিলাল হোসেন, মোস্তফা কামাল, সমর কুন্ডু, মোল্লা সুমন কবির, মাসুদুর নদী, তৌফিক হোসেন প্রমুখ। মানবন্ধনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা জেলা শাখার আওতাধীন সকল নেতৃবৃন্দ সহ ঔষধ ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ভাবে অংশ গ্রহণ করেন।