খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী বেড়ে ১৫ জন

স্টাফ রিপোর্টার ঃ
খুলনায় বিভাগে ( শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এর মধ্যে খুলনায় ৩ জন, যশোরে ৬ জন, নড়াইলে ও মেহেরপুরে ১ জন করে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুৃন করে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর আগের দিন একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো ৮ জন। এর মধ্যে খুমেক হাসপাতালে ৪ জন, খুলনায় ৩ জন এবং যশোরে একজন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ২৩১ জন এবং মৃত্যু হয় ২ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা: মো: মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুমেক হাসপাতালের আরএমও করোনা ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিলো ৪ জন। এছাড়া এ বছর শুরু থেকে রোববার পর্যন্ত মোট ৩০ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তিনি বলেন, বতর্মানে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত পরিমান কিট ও স্যালাইন মওজুদ রয়েছে।।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, খুলনা বিভাগের গত একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এর মধ্যে খুমেক হাসপাতাল, নড়াইল ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়। এছাড়া খুলনাতে ৩ জন এবং যশোরে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হলো ২৩১ এবং মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে খুলনা মেডিতেল কলেজ হাসাপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে মারা যায় ২ জন। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২২ জন। এছাড়া একজনকে রেফার্ড করা হয়েছে।