স্থানীয় সংবাদ

মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় মোল্লাহাট উপজেলার কয়েকটি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মোল্লাহাট বাজারের যানজট ও যান চলাচলে চরম ভোগান্তি নিরসনে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলামিয়া মিয়া, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক মাহফুজুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button