স্থানীয় সংবাদ
খুলনার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার কেএমপি ব্লকেড

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রাপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কেএমপি ব্লকেড করেছে ছাত্র-জনতা। শনিবার দুপুরে ২টা ্েযথকে শুরু হয় তাদের এ আন্দোলন। খুলনায় আইনশৃংখলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ও শহরবাসীর নিরাপত্তাহীনতায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে অদক্ষ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচী পালন করে। আন্দোলনসকারীরা টায়ার জ্বালিয়ে শ্লোগান দিতে থাকে। তারা বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখে। সম্প্রতি একাধিক মামলার আসামী পুলিশ কর্মকর্তা এসআই সুকান্তকে জনগণ ধরে দেয় পুলিশে দেয় । এ সময় পুলিশ তাকে ছেড়ে দেয়। আন্দোলনের মুখে ইতোমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেই আন্দোলনের জ্বের ধরে এ আন্দোলন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।