স্থানীয় সংবাদ

খুলনায় খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস কার্যক্রম পরিচালিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম মূল্যে চাল ও আটা বিক্রির লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালু রাখা হয়েছে। মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে ওএমএস ডিলারের মাধ্যমে এবং বাকি ২৬টি ওয়ার্ডে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সরাসরি খাদ্য সামগ্রী বিক্রয় ও বিতরণ করা হয়। গতকাল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এক টন করে চাল ও এক টন আটা বিক্রি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের খুলনা মহানগর শাখা এই কার্যক্রম বাস্তবায়ন করে। এসময় মহানগরের ৩১টি ওয়ার্ডে থাকা প্রতিটি ডিলার পয়েন্ট এবং ট্রাক সেলের বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন খুলনা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড
(ডিসি ফুড) কাজী সাইফুদ্দিন ও মহানগর খাদ্য পরিদর্শক কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন। পরিদর্শন শেষে তাঁরা জানান, বর্তমানে ওএমএস ডিলারদের সঙ্গে একটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে। তাদের দিয়ে পরিচালনা করা সম্ভব হচ্ছে না তবে সরকারের নির্দেশনা অনুযায়ী দরিদ্র জনগণের কাছে খাদ্য পৌঁছে দিতে আমরা খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অন্যদিকে খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তারা মনে করেন, এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button