বাগেরহাটের মোংলায় চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ফোন মাদক বিক্রেতার বাড়ি থেকে উদ্বার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা বন্দর পৌর শহরের রাজ্জাক সড়কের আলোচিত মাদক বিক্রেতা তিশার বাড়ি থেকে মোংলা থানা পুলিশ চীনা নাগরিকের ছিনতাই হওয়া একটি মোবাইল উদ্বার করেছে। মোবাইল ফোন ছিনতাই হওয়ার অভিযোগ পেয়ে ৬ ঘন্টার মধ্যে সোমবার মোংলা থানা পুলিশ ছিনতাইকারিকে আটকসহ মোবাইল ফোনটি উদ্বার করতে সক্ষম হয় । বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, চীনা নাগরিকের মোবাইল ছিনতাই হওয়ার অভিযোগ পেয়ে সোমবার মোবাইলটির খোঁজে অভিযানে নামে মোংলা থানা পুলিশ। ছিনতাইকারি আরমান (১৮) কে ৬ ঘন্টার মধ্যে কৌশলে আটকের পর ছিনতাইকারীর দেয়া তথ্য মতে মাদক বিক্রেতা তিশার বাড়ি থেকে মোবাইল টি উদ্বার করা হয় । এ সময় তিশা বাড়িতে ছিলো না। ছিনতাইকারী আরমান একজন মাদকসেবী বলে জানা যায়। সে মোংলা পৌর শহরের কেওড়াতলা এলাকার আনোয়ারের ছেলে । যেহেতু বিষয়টি চীনা নাগরিক সংক্রান্ত এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান মোংলা থানার এ কর্মকর্তা।