দৌলতপুরে মেট্রো পলিটন কৃষি অফিসে কৃষকদেও মাঝে কৃষি উপকরন বিতরণ

স্টাফ রিপোর্টার : দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় কৃষি উপকরণ (চারা,বীজ ও সার)বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে দৌলতপুর ডিএই অডিটোরিয়ামে মেট্রো পলিটন কৃষি অফিসের আয়োজনে বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ডিএই খুলনা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নীপা। স্বাগত বক্তৃতা করেন ডিএই খুলনা খামারবাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। ২০০ জন কৃষক কৃষানীদের মাঝে প্রণোদনার চারা,বীজ ও সার সর্বমোট ৮০০ টি চারা, আমন উফশী জাতের ব্রিধান ৭৫,ব্রি-৮৭ জাতের ধান বীজ,ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এস এম ফেরদৌস,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিরন্ময় কুন্ডু, উপ-সহকারী কৃষি অফিসার মারিয়া হক মিতু,সমীর কুমার ঘোস, শুক্লা রানী দাস ও মোঃ রুবেল হোসেন সহ মেট্রো এলাকার তালিকাভুক্ত কৃষক কৃষাণী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় বক্তারা বলেন সরকার কৃষি বিভাগকে যে অনুদান প্রণোদনা হিসেবে সার,চারা ও বীজ প্রদান করেন তা আমরা সকলকে দিতে পারি না। আমাদের সাধ্যের মধ্যেই আপনারা যারা প্রকৃত কৃষক আছেন তাদেরকে পর্যায়ক্রমে দেয়ার চেষ্টা করি। তবে আপনারা যারা এই প্রণোদনা কৃষি সামগ্রী নিবেন তারা মাঠ পর্যায়ে চাষ করে সাফল্য অর্জন করবেন। আমাদের দেশের কৃষক ও কৃষি উৎপাদনের মাধ্যমে এগিয়ে গেলে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হব। দেশ এগিয়ে যাবে।