স্থানীয় সংবাদ

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে পড়ে গিয়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত

যশোর ব্যুরো ঃ যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে গিয়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ১ জুলাই ১২ টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিল নামে ভবনটির নির্মাণ কাজ করছে বিল্ডিং ফর ফিউচার নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি। মঙ্গলবার ১ জুলাই দুপুর ১২ টার দিকে ভবনের পঞ্চম তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সাব কন্টাকটার কাম হেড মিস্ত্রী নুরু মিয়াকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান। হঠাৎ ব্যালকনিটি ধসে নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তমাল আহমেদ নামে একজন বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বাসা থেকে বের হয়ে আসি। এসে দিকে তিনজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শুনেছি তারা তিনজনই মারা গেছেন। মূলত নির্মাণ কাজের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
রাশেদ খান নামে একজন বলেন, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভেঙ্গে পড়া ব্যালকনিতে খুবই চিকন রড ব্যবহার করা হয়েছে। ছাদের রডের সাথে ব্যালকনির রডের সংযোগও ছিলো না। ফলে এটি একটি হত্যাকা-।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কনস্ট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোন ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতদের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুষ্টিয়া, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দিনাজপুর এবং
সাব কন্টাকটার কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন নির্মাণের কাজ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button