খালিশপুর ১০নং ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক কমিটির সভা

স্টাফ রিপোর্টারঃ ১০নং ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক কমিটির এক সভা বুধবার সকালে ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ সোলায়মান হোসেন, সুজন থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, শিউলী বেগম, শহিদুল ইসলাম, টিপু সুলতান ও ওয়ার্ড সচিব এস এম মোয়াখ্যের। সভায় আগামী শুক্রবাার সন্ধ্যায় এ কমিটির দ্বিতীয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাড়ি বাড়ি থেকে গৃহস্থলি বর্জ্য সুষ্ঠু ও নিয়মিতভাবে সংগ্রহের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। এছাড়া ড্রেনের ময়লা সঠিকভাবে ও নিয়মিত পরিস্কার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়। ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজ করার জন্য ঠিকাদারী প্রক্রিয়া বাতিল করার দাবি জানানো হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিন দেয়ার প্রস্তাবনা করা হয়। ওয়ার্ডে ২০৭টি সড়ক ও ৫৫৪টি ড্রেনের ময়লা সঠিকভাবে পরিস্কার করতে কেসিসির নিজস্ব ব্যবস্থাপনার বিকল্প নেই। ওয়ার্ডে ১১ সহ¯্রাধীক ঘরের গৃহস্থলী ময়লা নিয়মিত সংগ্রহ করতে এনজিও’র মাধ্যমে করার দাবি জানানো হয়। কারণ কেসিসির কাছে জবাবদিহিতা না করলে সেই সংস্থা দিয়ে নাগরিক সেবা সঠিকভাবে করা যাবে না। কেসিসির সকল সেবামূলক কর্মকান্ড আনুপাতিকহারে বন্টন করার দাবি জানানো হয়। তা না হলে ১০নং ওয়ার্ড বৈষম্যে শিকার হচ্ছে।