স্থানীয় সংবাদ

খুবির শিক্ষা ডিসিপ্লিনে আইসিটি ল্যাব উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনে স্থাপিত হয়েছে আধুনিক আইসিটি ল্যাব। ২ জুলাই (বুধবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরে উদ্বোধনকৃত ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা, গবেষণা, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, আর প্রযুক্তির যথাযথ ব্যবহারে সেই প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলা সম্ভব। এই আইসিটি ল্যাব শিক্ষার্থীদের হাতে প্রযুক্তির জ্ঞান ও প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা এনে দেবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য প্রতিটি শিক্ষার্থীর কম্পিউটার দক্ষতা অপরিহার্য। এ লক্ষ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থাকা ডিসিপ্লিনগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম আইসিটি ল্যাব স্থাপন করা হলো শিক্ষা ডিসিপ্লিনে। পর্যায়ক্রমে অন্যান্য চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান কল্যাণী বাইন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button