স্থানীয় সংবাদ

খুলনায় রোটারি আন্তর্জাতিক ডি-৬৪ এর বর্ষবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ রোটারী আন্তর্জাতিক ডি-৬৪ এর রিপসা টিম খুলনার পক্ষ থেকে রোটারী বর্ষ ২০২৫-২৬ কে বরন অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় , বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন প্রকার ব্যানার ফেসটুন নিয়ে রোটারিয়ানরা খুলনায় শান্তিধাম মোড় জাতিসংঘ পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিধাম মোড়ে এসে শেষ হয়।
ডেপুটি কো-অর্ডিনেটর(এ্যাডমিন) রোটারীয়ান আমিনুল ইসলাম শাহীনের সার্বিক তত্বাবধানে বর্ষবরণের র‌্যালিতে অংশগ্রহণ করেন চেয়ারম্যান রোটারীয়ান তৌহিদুল ইসলাম,কো-চেয়ারম্যান রোটারীয়ান আবেদা আফরিন ও সদস্য-সচিব রোটারীয়ান ইন্জিনিয়ার সেলিমুল আজাদ, প্রোগ্রাম সফল করতে কেন্দ্রীয় রোটারিয়ান ও গ্লোবাল টেলিভিশনের মিসেস এমডি এর লুবনা আফরোজ এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালীটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button