মণিরামপুর থানার নবাগত ওসি’র সাংবাদিকদের সাথে মতবিনময়

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি (অফিসার ইনচার্জ) বাবলুর রহমান খান মতবিনিময় করেছেন। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় নবাগত ওসি বাবলুর রহমান খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তিনি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একজন সেবক হিসেবে মণিরামপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য লন্ডন প্রবাসী খন্দকার জাহাঙ্গীর হোসেন ও মালায়েশিয়া প্রবাসী আলী হোসেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি নবাগত ওসি বাবলুর রহমান খান ও বিশেষ অতিথিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।