স্থানীয় সংবাদ

জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন

খবর বিজ্ঞপ্তি : মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন গতকাল এক গৌরবময় ও বেদনাময় মুহূর্তে জুলাই-২০২৪ এ যারা দেশের স্বার্থে মানুষের অধিকার রক্ষায়, ন্যায় ও সত্যের পথে শহীদ হয়েছেন, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে।
শহীদরা তাঁদের জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে যে পথ প্রশন্ত করে গেছেন, তা কখনো ভোলার নয়। তাঁদের আত্মত্যাগ আমাদের কাছে শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের দায়িত্ববোধ, সাহস ও দেশপ্রেমের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন।
জুলাই-২০২৪-এর শহীদরা আমাদের স্মরন করিয়ে দেয় যে, ন্যায়ের জন্য দাঁড়াতে হলে কখনো কখনো চরম ত্যাগ স্বীকার করতে হয়। তাঁদের সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা অনুপ্রানিত হই একটি আরও ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য। মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং তাঁদের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের পথে নির্ভয়ে, দৃঢ়তার সঙ্গে চলার প্রতিজ্ঞা করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button