স্থানীয় সংবাদ

প্রচীন কুসংস্কারের বেড়াজালে অবরুদ্ধ নারী সমাজকে দেশের উৎপাদন উন্নয়নে সম্পৃক্ত করেছিল বিএনপি’র

# রূপসার আইচগাতীতে মহিলাদলের কর্মীসভায় বিএনপি নেতা মন্টু #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রচীন বিধি-বিধান ও কুসংস্কারের বেড়াজালে অবরুদ্ধ নারী সমাজকে দেশের উৎপাদন উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন বিএনপি’র প্রতিষ্ঠা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবৈতনিক নারী শিক্ষা ও উপবৃত্তি প্রদান, নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের নারী সমাজকে অভূতপূর্ব উন্নত করেছে। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে আধুনিকায়ন হবে। স্বনির্ভর জাতি গঠনে নারীকে পুরুষের সমানতালে উন্নত করতে হবে।
গতকাল বুধবার বিকাল ৪টায় আইচগাতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন মহিলাদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, একটি ধর্মান্ধ গোষ্ঠি গ্রামের সহজ-সরল মা-বোনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। এসব স্বাধীনতা বিরোধীদের রুখে দিয়ে নারী সমাজকেও সমাজের মূল স্রোতের সাথে সম্মিলিতভাবে দেশ গঠনে একত্রিত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সমান অধিকারের। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতা করেন বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল¬া খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ আবু সাঈদ। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জাহেদা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শাহনাজ ইসলাম, সেতারা বেগম, রেহেনা বেগম, পলি আক্তার ও শারমিন আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button