স্থানীয় সংবাদ
যশোরের ঝিকরগাছায় সেনাক্সি হোটেল থেকে নারী-পুরুষ আটক

যশোর ব্যুরো ঃ
যশোরের ঝিকরগাছা বাজারের সেনাক্সি হোটেল থেকে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন ঝিকরগাছার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন (৪০) ও মনিরামপুর উপজেলার হরিয়াননগর ইউনিয়নের মদনপুর গ্রামের আনসার সদস্য মোঃ জাফর ইকবাল (৪৫)। পুলিশ জানায়, তারা একে অপরের পরিচিত এবং সেনাক্সি হোটেলে অবস্থানকালে অসামাজিক কর্মকা-ে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাফর ইকবাল কর্মস্থল থেকে ছুটিতে এসে হোটেলটিতে অবস্থান করছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।