স্থানীয় সংবাদ

ঝিকরগাছায় জনরোষে মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু : ১ জন গুরুতর আহত

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে জনরোষে মাদকাসক্ত এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে সোনাকুড় গ্রামের জহির উদ্দীনের চায়ের দোকানের সামনে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদকাসক্ত ব্যক্তি কোনো কারণ ছাড়াই স্থানীয় মো. জহিরুল ইসলামকে ধারালো দাঁ দিয়ে মাথায় কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে পাশের করিম সরদারের মেহগনি বাগানে ধরে মারধর করেন। সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের প্রভাবে হঠাৎ হঠাৎ লোকজনকে মারধরের ঘটনা ঘটিয়ে আসছিলেন। এ কারণে তার স্ত্রীও প্রায় দুই বছর আগে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button