স্থানীয় সংবাদ

সততা ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে যুবকদের সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রার উত্তর বেদকাশিতে ‘হিলফুল ফুজুল’ যুব সংঘের উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল এবং মানব সমাজের শ্রেষ্ঠ অংশ যুব সমাজ। বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে রয়েছে এদেশের যুব সমাজের গৌরবজ্জ্বল ভূমিকা। ’৫২ ভাষা আন্দোলন, ’৭১ স্বাধীনতা, ’৯০ স্বৈরশাসক পতন এবং বিশেষ করে সর্বশেষ ’২৪ সালের গণঅভ্যুত্থানে এদেশের যুব সমাজের ভূমিকা অপরিসীম । গোটা দেশ যখন স্বৈরাচার সরকারের শাসনে দুর্নীতি, সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজ, টেন্ডার বাণিজ্য এবং বৈষম্যে ভরে গিয়েছিল। তখনি এদেশের একদল যুব সমাজ সরকার পতনের ডাক দেয়। তাদের আন্দোলনের মুখে স্বৈরচারী সরকার পালাতে বাধ্য হয়। আগামী দিনে এই যুবকদের সততা ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারীবাড়ি ‘হিলফুল ফুজুল যুব সংঘের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা মোকাররম বিল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, কয়রা সদর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক নুরুজ্জামান মল্লিক, ইউপি সদস্য আবু হাসান, মোশাররফ হোসেন রাতুল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, মানবতার মুক্তির দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ১৭ বছর বয়সে যুবকদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। জাহেলী যুগে আরবের অরাজকতা, জুলুম, অবিচার এবং দুর্বলদের প্রতি ক্ষমতাবানদের নির্যাতন বন্ধ করে সমাজে শান্তি-শৃংখলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ছিল এর লক্ষ্য। নবুয়তের আগে যুবক বয়সে মহানবী (সা.) এই শান্তি সংঘের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আমি ‘হিলফুল ফুজুল’ যুব সংঘের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলাম। তিনি আরও বলেন, যুব সমাজ একটি উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের দ্বারা একটি দেশ উন্নতির পথে এগিয়ে যায়। আমরা যদি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত, তাদের মধ্যে দেশপ্রেম, সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে পারলে তাহলে আমাদের সকলের কর্তব্য। একটি সুন্দর উন্নত সমাজ গঠন করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বহিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, য্বু সমাজকে মাদকের মরণ ছোবল থেকে ফিরিয়ে নৈতিক মান সম্পন্ন একটি যুব সমাজ উপহার দেওয়ার জন্য কাজ করবে। এটি একটি সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনটি প্রাথমিক পর্যায়ে উত্তর বেদকাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তীতে কয়রা উপজেলার ইউনিয়ন পর্যায়েও তাদের কার্যক্রম প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। সভাপতি ‘হিলফুল ফুজুল’ যুব সংঘের লক্ষ্য হলো-আসহায় দরিদ্র মানুষের সাহায্য করা; রক্ত দান ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন কর্মসুচি; স্বাস্থ সেবা কার্যক্রম পরিচালনা করা; শিক্ষা মূলক ও সচেতনতা কার্যক্রম চালানো; যুব সমাজকে নৈতিক ও নেতৃত্ব উদ্বুদ্ধ করা; মাদক কুসংস্কার ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা; ধর্মীয় ও জাতীয় উৎসব গুলো ঐক্যের মাধ্যমে উদযাপন করা। পরে বৃক্ষ বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button