ডুমুরিয়ায় সৈয়দ ঈসা কলেজ অধ্যক্ষ বরখাস্ত

স্টাফ রির্পোটার ঃ অবশেষে খুলনার ডুমুরিয়ার সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিতর্কিত অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয়ে কলেজের সভাপতি নিয়োগে সহায়তা করা এবং অর্থ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বুধবার এক পত্রাদেশে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরাকে। জানা যায়, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে আঠামাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রতিষ্ঠা থেকে অধ্যক্ষ হিসেবে জিএম আব্দুস সাত্তার নিয়োগ পান। কিন্তু তার বিরুদ্ধে সেই থেকে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে একের পর এক। একাধিক পদে ভূয়া চাকরির নামে মোটা অংকের অর্থ আত্মসাৎ, কলেজ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাত, ভূয়া সনদে সভাপতি নিয়োগসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এনিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের হয়। এসব অভিযোগের মধ্যে অধিকাংশ সত্যতা পাওয়ায় কলেজ অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জানান, অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে। এসব অভিযোগে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর সরেজমিন তদন্ত করে সত্যতা পেয়েছেন। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।