কালিয়ায় সার বানিজ্যে অনিয়ম ঢাকতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

কালিয়া প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগে বিতর্ক তৈরি হয়েছে। মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী জামিল আহম্মেদ উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছেন। গত রবিবার (২৯ জুন) নড়াইল জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লিখিতভাবে এ অভিযোগ দেন তিনি।
অভিযোগে জামিল দাবি করেন, তিনি দীর্ঘদিন সরকার নির্ধারিত দামে সার ও বীজ বিক্রি করে আসছেন কিন্তু প্রতিটি চালানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন।
তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “জামিল আহম্মেদ নিজের নামে ডিলারশিপ থাকলেও দোকানে সার রাখেন না, মার্চ-এপ্রিলে কোনো সার উত্তোলন করেননি এবং মে-জুনে বিক্রয়ের অনুমতি না নিয়েই সার বিক্রি করেছেন। এজন্যই তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। নিয়ম নীতি তোয়াক্কা না করায় মিথ্যা অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”
এদিকে স্থানীয় কৃষকদের মধ্যে এ নিয়ে চরম বিভ্রান্তি ও ক্ষোভ বিরাজ করছে।
জামিল আহম্মেদের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।